আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1868

ঈদ কুরবানী

প্রকাশকাল: 12 মার্চ 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হলো — একটা গরু ২ থেকে ৭ জন ভাগে কুরবানী করা যাবে কিনা? ভাগে কুরবানী করার নিয়ম কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। একটি গরু সাত ভাগে কুরবানী দেয়া যাবে। এই বিষয়ে আলেমগণ ঐক্যমত। দুয়েক জন দল ছুট বাদে। সাত জনের পক্ষ থেকে দিবে এই নিয়তই করবে।