আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আমার প্রশ্ন হল, জীবনে আমি অনেক সালাত পড়ি নাই। ১২-২০ বছরের মাঝে অনেক ফরজ সালাত অবহেলাবশত বা এখন যতটা বুঝি সেই সময় এতটা সচেতন না হওয়ায় অনেক ফরজ সালত ত্যাগ করেছি। যার কোন সঠিক হিসেব আমি দিতে পারবো না। আর ফরজ সালাত ত্যাগ করার যে বিধান হাদিস ও পূর্বের ইমামরা বলেছে, এই নিয়ে খুব-ই ভীত। প্রশ্ন হলঃ- আমার ছুটে যাওয়া ফরজ সালাত এখন কি করবো?
অনেকে বলে উমরি কাজা পড়তে !! এই বিষয়টা আমি বুজতে পারলাম না। কুরআন ও সহিহ হাদিস অনুসারে সমাধান চাচ্ছি? জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।