আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1354

যিকির দুআ আমল

প্রকাশকাল: 14 অক্টো. 2009

প্রশ্ন

আসসালামুআলাইকুম । আমি জানি আল্লাহর নামে কসম করলে সেটা পুরন করতে হয়, নচেৎ কসমের কাফফারা দিতে হয়। কিন্তু কিছু কসম কথার ছলে বা এমনি এমনি করে ফেলি। এই সব কসম আল্লাহর নামে করা হয় না । যেমনঃ আমি এটা আর করবোনা, আমি এটা আর খাব না, আমি অমুক জায়গায় যাবো না, কিন্তু মনের উদ্দেশ্য কিন্তু এটা থাকে না। একটু পরে যে কাজটা করবোনা বলছি সেই কাজটাই আবার করছি। এখন প্রশ্ন হল এই রকম কসমের জন্য কি আমাদের কসম ভাঙ্গার কাফফারা দিতে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, এটা কসম নয়, সুতরাং কাফফারা দিতে হবে না।