ওয়া আলাইকুমুস সালাম। মহিলারা যদি স্বামীকে আনন্দ দেয়ার উদ্দেশ্যে সামান্য চুল কাটে তাহলে জায়েজ আছে। এই বিষয়ে নিচের হাদীসটি দেখুন:
عَنْ أَبِى سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ قَالَ دَخَلْتُ عَلَى عَائِشَةَ أَنَا وَأَخُوهَا مِنَ الرَّضَاعَةِ فَسَأَلَهَا عَنْ غُسْلِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- مِنَ الْجَنَابَةِ فَدَعَتْ بِإِنَاءٍ قَدْرِ الصَّاعِ فَاغْتَسَلَتْ وَبَيْنَنَا وَبَيْنَهَا سِتْرٌ وَأَفْرَغَتْ عَلَى رَأْسِهَا ثَلاَثًا. قَالَ وَكَانَ أَزْوَاجُ النَّبِىِّ -صلى الله عليه وسلم- يَأْخُذْنَ مِنْ رُءُوسِهِنَّ حَتَّى تَكُونَ كَالْوَفْرَةِ.
অর্থ: আবী সালামা ইবনে আব্দুর রহমান বলেন, আমি এবং আমার দু্ধ ভাই আয়েশা রা. এর কাছে আসলাম। … তিনি (আবু সালামা) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর স্ত্রীগণ চুল কাটতেন এমনকি তা ওফরার মত হয়ে যেত। (ওফরা বলঅ হয় এমন চুলকে যা কানের লতি বরাবর হয়)। সহীহ মুসলিম, হাদীস নং ৭৫৪
সুতরাং কোন মহিলা যদি স্বামীর উদ্দেশ্যে সামান্য চুল কাটে তাহলে না জায়েজ হবে না। তবে যদি অন্য কাউকে দেখানোর উদ্দেশ্যে বা অন্য কোন ধর্মের মানুষদের বা পুরুষের অনুকরণে করে তাহলে তা হারাম হবে। কেননা রাসূলুল্লাহ সা. বলেছেন, عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ .
যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভূক্ত। সুনানু আবু দাউদ, হাদীস নং ৪০৩৩। হাদীসটি সহীহ। অন্য হাদীসে আছে, ليس منا من تشبه بالرجال من النساء ولا من تشبه بالنساء من الرجال অর্থ: যেসব মহিলা পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করবে এবং যেসব পুরুষ মহিলার সাদৃশ্যতা অবলম্বন করে তারা আমাদের দলভূক্ত না। মুসনাদে আহমাদ, হাদীস নং ৬৮৭৫। শায়খ শুয়াইব আর নাউত বলেছেন, হাদীসটি সহীহ। আশা করে আপনি আপনার উত্তর পেয়েছেন।