আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1339

সাধারণ দান-সদকাহ

প্রকাশকাল: 29 সেপ্টে. 2009

প্রশ্ন

Babar takar/sompoder one third dan/osiot korte parbe. Aita ki BABA tar nijer waresh der maje korte parbe naki waresh bade onno ke kora lagbe.

উত্তর

কোন ব্যক্তি মারা যাওয়র সময় ওসিয়ত করলে তার একতৃতীয়াংশ সম্পদ থেকে ওসিয়ত পূরণ করতে হয়। তবে যারা তারা সম্পদেও ওয়ারিস হয় তাদের ব্যাপারে ওসিয়ত গ্রহনযোগ্য নয়। অর্থাৎ তাদের ব্যাপারে ওসিয়ত করলে তা কার্যকর হবে না। যেমন, সন্তান, পিতা-মতা ইত্যাদী। হাদীসে রাসূলুল্লাহ সা. বলেছেন, إِنَّ اللَّهَ قَدْ أَعْطَى كُلَّ ذِى حَقٍّ حَقَّهُ فَلاَ وَصِيَّةَ لِوَارِثٍ . নিশ্চয় আল্লাহ তায়াল প্রত্যেককে তার হক দিয়েছেন, আর ওয়ারিসের জন্য ওসিয়ত নেই। সুনানু আবু দাউদ, হাদীস নং ২৮৭২; সুনানু তিরমিযী, হাদীস নং ২১২০; সুনানু নাসায়ী, হাদীস নং ৩৬৪১। হাদীসটিকে ইমাম তিরমিযীসহ অন্যান্য মুহাদ্দিসগণ সহীহ বলেছেন।