আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1236

নামায

প্রকাশকাল: 18 জুন 2009

প্রশ্ন

আস সালামু আলাইকুম আমার প্রশ্ন হল, কোন কারনে ঈমাম খুব দ্রুত সালাত শেষ করার ফলে মুসল্লিরা তাশাহুদ পড়ার পর দূরুদে ঈবরাহীম পড়ে শেষ করতে পাড়েনি। এতে নামাযের কোন ক্ষতি হবে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। দরুদ পড়া ফরজ-ওয়াজিব কিছু নয়। সুতরাং কোন কারণে দরুদ না পড়লে নামাযের কোন ক্ষতি হবে না।