আসসালামু আলাইকুম। ১. জামাতের সালাতে নিয়াত বাধার পর হেটে সামনের কাতারের ফাকা জায়গায় যাওয়া যাবে কিনা? গেলে কতটুকু পর্যন্ত হাটা যাবে? কেননা বড় জামাতে বিশেষ করে আমি দেখেছি মাসজিদুল হারামে বা নববিতে প্রায়ই নিয়াত বাধার পর সামনের কাতারের ফাকা জায়গা পুরন করতে হলে মাঝে মাঝে চার-পাচ কাতারও হাটতে হয়। সেক্ষেত্রে তা করা জায়েজ হবে কিনা?
২. জামাতের সালাতে মুক্তাদিদের কেও ভুলে তাশাহুদের পর দুরুদ ও দুয়া মাসুরা পরতে ভুলে গেলে এবং ইমামের সাথে সাথে সালাম ফিরালে সালাত কি সঠিক হবে? না আবার একাকি পরতে হবে?
যাযাকুমুল্লাহ।