আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1039

যিকির দুআ আমল

প্রকাশকাল: 3 ডিসে. 2008

প্রশ্ন

আল্লাহু সুবহানাহু ওয়া তালার নিকট প্রার্থনা করি স্যার ডঃ খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ) প্রবর্তিত এই অনলাইন সেবাটি যেন চিরকাল থাকে। মুহতারাম, আল্লাহু জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু ওয়া জাল্লা সানাউহু ওয়া তাকদ্দাসাত আস্মাউহু ওয়া আজমা শানুহু ওয়া লা ইলাহা গইরুহু … এই জিকির এর ফযিলাত ও দলিল জানতে চাই। মেহেরবানি করে জানাবেন। জাঝাকুমুল্লাহ খাইর।

উত্তর

আমরাও আল্লাহর কাছে দুআ ও প্রার্থনা করি আমরা যেন আপনাদের জন্য আল্লহ তায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে কিছু হলেও করতে পারি। এই জিকিরের বিষয়ে শায়খ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. হাদীসের নামে জালিয়াতি বইয়েরর (নতুন সংস্করণ) ৬১৩ পৃষ্ঠায় বলেছেন, (এই দুআর সম্পর্কিত ফজিলত উল্লেখ করার পর) এগুলো সবই ভিত্তিহীন কথা যা রাসূলুল্লাহ সা. এর নামে বলা হয়েছে। বিস্তারিত জানতে মূল বইটি দেখুন। এই দুআ যে পড়তে হবে তাও কোন গ্রহনযোগ্য হাদীসে উল্লেখ নেই। ফজিলত তো দূরের কথা।