ওয়া আলাইকুমুস সালাম। রাকআত ছুটে গেলে ইমাম সাহেবের সালাম ফিরানোর পর আপনি উঠবেন। ওঠার পর প্রথম রাকআতে সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা পড়বেন। দ্বিতীয় রাকআতেও সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা পড়বেন। তবে তৃতীয় রাকআতে শুধু সূরা ফাতিহা পড়বেন। অর্থাৎ ওঠার পর এমনভাবে সালাত শুরু করবেন যেন আপনি সালাত প্রথম থেকে শুরু করেছেন। তবে বৈঠকের ক্ষেত্রে পূর্বের রাকআত ধর্তব্য হবে, অর্থাৎ আপনি ইমামের সাথে এক রাকআত পেলে আপনি উঠে এক রাকআত পড়ে বৈঠক করবেন। পূর্বে কোন ভুল করে থাকলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। শুধু এক রাকআত সালাত আদায় করার বিষয়টি হাদীসে পাওয়া যায় না। হাদীসে যেটা আছে সেটা হলো রাসূলুল্লাহ সা. তাহাজ্জুদ সালাত আদায় করতে করতে যখন দেখতেন ফজরের সময় হয়ে গেছে তখন তিনি তাহাজ্জুদ সালাতের সাথে এক রাকআত অতিরিক্তি করে বিতর করতেন। এই ভাবে করা যায়। বিতর সালাত বিষয়ে বিস্তারিত জানতে দেখুন, রাহে বেলায়াত গ্রন্থের ৪১৩-৪১৭ পৃষ্ঠা। এই বিষয়ে আপনি হাদীসের কিতাবগুলোতে বিতর অধ্যায়ও দেখতে পারেন।