আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 497

সফর

প্রকাশকাল: 10 জুন 2007

প্রশ্ন

I have to stay Dhaka for my education purpose. If i go back to my hometown which exceeds 77 km i mean distance for Qasr is applicable and have a intention not ta stay for 15 days, will i have to pray Qasr? My parents live in my hometown. Sheikh, help me. JazakAllah.

উত্তর

বাড়ি থেকে ৭৭ কি.মি দূরে কোথাও ১৫দিনের কম দিন থাকার নিয়ত করলে কসর ওয়াজিব হয়। কিন্তু অন্য কোথাও অস্থায়ীভাবে থাকলে সেখান থেকে বাড়ি আসলে সে পূর্ণ সালাতই আদায় করবে। যেমন আপনি পড়াশোনার জন্য ঢাকাতে থাকেন। আপনি যদি ১৫ দিনের কম থাকার নিয়তে ঢাকা যান তাহলে আপনি ঢাকাতে কসর করবেন। কিন্তু যখন বাড়িতে আসবেন তখন আপনি মুকিম হয়ে যাবেন অর্থাৎ পূর্ণ সালাত আদায় করবেন, যতটুকু সময়ই থাকুন না কেন। উল্লেখ্য বাড়ি আসার পথে কোথাও সালাত আদায় করলে সেক্ষেত্রে অবশ্য কসর করবেন।