ওয়া আলাইকুমুস সালাম। ফরজ সালাতের প্রথম দুই রাকআতে সূরা ফাতিহার সাথে কোন একটি সূরা মেলানো সহীহ হাদীসের সকল ইমাম ও ফকীহের নিকট আবশ্যক। সুতরাং এই সময় সূরা না মেলানো একটি বড় ধরনের ভুল। আর হাদীসে এসেছে রাসূলুল্লাহ সা. সালাতের ভিতর কোন ভুল হয়ে গেলে সাজদায়ে সাহু দিতেন। নিচের হাদীসটি লক্ষ্য করুন:
عن عمران بن حصين : أن النبي صلى الله عليه و سلم صلى بهم فسها فسجد سجدتين ثم سلم সাহাবী ইমরান ইবনে হুসাইন বলেন, নবী সা. ইমাম হয়ে লোকদেরকে নিয়ে সালাত আদায় করলেন। তিনি ভুল করলেন এবং সাজদায়ে সাহু দিলেন এরপর সালাম ফিরালেন। সুনানে নাসায়ী, হাদীস নং ১২৩৬। হাদীসটি সহীহ। ইমাম তিরমিযী ও শায়খ আলবানীসহ অন্যান্য মুহাদ্দিসগণ হাদীসটিকে সহীহ বলেছেন।