السَّلامُ عَلَيْكُم ورَحْمَةُ اللهِ وَبَرَكاتُهُ
মুহতারাম, দীনি ভাই—বোন,
আলহামদুলিল্লাহ! রামাদান মাস আমাদের দ্বারে উপনীত। ইবাদাতের অন্যতম একটি মৌসুম হলো পবিত্র রামাদান মাস। এ মাসের বরকত হলো ভালো কাজের প্রতিদান অনেক বেড়ে যায়। বিশেষভাবে দু—প্রকারের ইবাদত রামাদানে বেশি করে পালন করতে হাদীসে উৎসাহ দেওয়া হয়েছে। প্রথমত, দান। ‘সাদকা’ বা দান আল্লাহ তা‘আলার প্রিয়তম ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে, সাদকার কারণে মুমিন অগণিত সাওয়াব লাভ ছাড়াও অতিরিক্ত দুটি পুরস্কার লাভ করেন: প্রথমত দানের কারণে গোনাহ ক্ষমা করা হয় এবং দ্বিতীয়ত দানের কারণে আল্লাহর বালা—মুসিবত দূর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে, দুজন মানুষের মধ্যে বিবাদ মিটিয়ে দেওয়া, ন্যায় কর্মে নির্দেশ দেওয়া, অন্যায় থেকে নিষেধ করা, রাস্তা থেকে কষ্টদায়ক দ্রব্য বা বস্তু সরিয়ে দেওয়া, বিপদগ্রস্তকে সাহায্য করা বা যে কোনোভাবে মানুষের উপকার করাই আল্লাহর নিকট সাদকা হিসাবে গণ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বদা বেশি বেশি দান করতে ভালবাসতেন। আর রামাদান মাসে তাঁর দান হতো সীমাহীন। কোনো যাচ্ঞাকারীকে বা প্রার্থীকে তিনি বিমুখ করতেন না।
ঐতিহ্যবাহী আস—সুন্নাহ ট্রাস্টের সকল কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে, আলহামদুলিল্লাহ। এখানে এতিম, দুস্থ, অসহায় ছাত্র—ছাত্রীর লেখাপড়াসহ দাতব্য চিকিৎসা, দুস্থ ও অসহায়দের সহযোগিতা করার চেষ্টা করা হয়।
আব্দুল্লাহ জাহাঙ্গীর আস—সুন্নাহ মাসজিদ কমপ্লেক্সের বর্ধিতকরণের কাজ চলছে। ৬ তলা ভবনের পাঁচ হাজার স্কয়ার ফিটের চতুর্থ তলার ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে। এখন বাহিরে প্লাস্টারের কাজ চলছে। টাইল্স ফিটিংসসহ অনেক কাজ বাকী আছে। বিগত দিনে যারা সহযোগিতা করেছেন, আগামীতে যারা সহযোগিতা করবেন সকলের দানকে আল্লাহ তা‘আলা কবুল করুন। মহান আল্লাহ তা‘আলা আমাদের সবাইকে পবিত্র রামাদানের ফযিলত জেনে বেশি বেশি নেক আমল করার তাওফিক দান করুন। বিশেষ করে রামাদান মাসে আপনার যাকাত ও সাধারণ দানের একটি অংশ আস—সুন্নাহ ট্রাস্টে প্রদান করার জন্য অনুরোধ করছি। আল্লাহ আমাদেরকে তাওফিক প্রদান করুন। আমীন!
উসামা খোন্দকার
চেয়ারম্যান,
আস—সুন্নাহ ট্রাস্ট, ঝিনাইদহ
আস-সুন্নাহ ট্রাস্ট সাধারণ
আস-সুন্নাহ ট্রাস্ট
MSA Account No.
2050 1750 2019 00314
Islami Bank Bangladesh PLC
Jhenaidah, Br. Jhenaidah. Routing Number: 125440640
Swift Code: IBBLBDDH
আস-সুন্নাহ ট্রাস্ট সাধারণ
আস-সুন্নাহ ট্রাস্ট
Account No. 1192002325937
National Bank PLC,
Jhenaidah, Br. Jhenaidah.
Routing Number: 150440644
Swift Code: NBLBBDDH
আব্দুল্লাহ জাহাঙ্গীর আস-সুন্নাহ মাসজিদ কমপ্লেক্স
ABDULLAH JAHANGIR AS-SUNNAH MOSJID COMPLEX
MSA: 2050 1750 2046 85611
Islami Bank Bangladesh PLC
Jhenaidah Branch, Jhenaidah.
Routing Number: 125440640
Swift Code: IBBLBDDH
আস-সুন্নাহ ট্রাস্ট যাকাত
AS-SUNNAH TRUST ZAKAT
MSA Account No.
2050 1750 2019 37002
Islami Bank Bangladesh PLC
Jhenaidah, Br. Jhenaidah. Routing Number: 125440640
Swift Code: IBBLBDDH
Abdullah mamun
আল্লাহ যেন এই খেদমত সমূহ কবুল করে নেন