As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 811

প্রশ্ন

আমার অফিসের আমাদের ব্যবহারিত টয়লেট গুলো হাই কমোডের। প্রসাব করতে গেলে প্রায় সময় দেখি কমোডের যে কবার টার উপরে বসবো সেই কবার টির মধ্যে পানি ছিটানো থাকে। আমি বুজতে পারি না এটা কি প্রসাব নাকি কুলুখের পানি। এমতবস্থায় সেখানে আর বসে প্রসাব করতে পারি না, বাধ্য হয়ে দাঁড়িয়ে প্রসাব করতে হয়। আমার প্রশ্ন হল এতে কি আমার গুনাহ হইতেছে? বাসা অথবা অন্যান্য স্থানে আমি বসেই প্রসাব করি। এবং বসে প্রসাব করতেই পছন্দ করি। বিঃদ্রঃ আমার ভার্সিটি তে স্টুডেন্টদের জন্য কিছু টয়লেটে আছে। যেটাতে বসে প্রসাব করা যায়। কিন্তু অধিকাংশ সময়ই সেখানে স্টুডেন্টদের আনা-ঘোনা থাকে। এবং ওরা বিভিন্ন কথাবার্তায় ও

উত্তর

আপনি যদি বুঝতে না পারেন যে, এটা পেশাব না পানি তাহলে একটু পানি দিয়ে স্থানটি ধুয়ে নিবেন। এরপর বসবেন। এটা কোন সমস্যা বলে তো মনে হচ্ছে না। তবে সত্যই যদি কোন সময় বসে পেশাব করা সমস্য হয়ে থাকে সেক্ষেত্রে দাঁড়িয়ে পেশাব করা যেতে পারে।