ওয়া আলাইকুমুস সালাম। সকাল- সন্ধ্যায় সূরা ইখলাস, ফালাক, নাস, প্রতিটি সূরা তিনবার করে পড়ে শরীর ফুঁক দিবেন। সাথে অন্যান্য দুআ যদি জানা থাকে সেগুলো পড়ে ফুঁক দিবেন। একজন ভালো শিশু চিকিৎসকের পরামর্শও নিবেন। এগুলো করেন, আল্লাহর কাছে দুআ করেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে।