আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6314

জাদু-টোনা

প্রকাশকাল: 14 মে 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমার বাচ্চা বয়স মাত্র ১মাস ১০ দিন। জন্মের কিছুদিন পর স্বাভাবিক কান্না করে। কিন্তু এখন অস্বাভাবিক কান্না করে। বিশেষ করে প্রথম ও শেষ রাত্রে। কী করা যায়?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সকাল- সন্ধ্যায় সূরা ইখলাস, ফালাক, নাস, প্রতিটি সূরা তিনবার করে পড়ে শরীর ফুঁক দিবেন। সাথে অন্যান্য দুআ যদি জানা থাকে সেগুলো পড়ে ফুঁক দিবেন। একজন ভালো শিশু চিকিৎসকের পরামর্শও নিবেন। এগুলো করেন, আল্লাহর কাছে দুআ করেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে।