আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5956

গুনাহ

প্রকাশকাল: 21 মে 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজন যুবক বলছি! আমার কন্ঠস্বর মেয়েদের মতো (জন্ম থেকেই) এমতাবস্থায় আমি যদি বিভিন্ন ভয়েস থেরাপি দেওয়ার মাধ্যমে কন্ঠস্বর পরিবর্তন করে পুরুষ কন্ঠে নিয়ে আসি তাহলে গুনাহ হবে কি না? যদিও আল্লাহর সৃষ্টিতে হালকা পরিবর্তন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, আশা করি গুনাহ হবে না। যেহেতু আপনি পুরুষ, তাই পুরুষের ভয়েস নিয়ে আসলে সমস্যা হবে না।