আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5903

বিবিধ

প্রকাশকাল: 29 মার্চ 2022

প্রশ্ন

আসসালামু আলাইকুম। ঘর বন্ধ করা কি জায়েজ? বন্ধ বলতে আমি দেখেছি অনেক মানুষ কে হুজুর ডেকে নিয়ে এসে ঘর বন্ধ করাই যাতে করে খারাপ জিন এর অস্তিত্ব থাকলে তা যাতে চলে যায়, অথবা যাতে কোন খারাপ জিন ঘরে প্রবেশ করতে না পারে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কুরআন-হাদীসের দুআর মাধ্যমে যদি ঘর বন্ধ করে জ্বীন থেকে বা অন্য কোন সমস্যা থেকে বাঁচার জন্য তাহলে জায়েজ আছে। বিস্তারিত জানতে রাহে বেলায়াত বইটি পড়ুন।