আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4889

ঈদ কুরবানী

প্রকাশকাল: 19 জুন 2019

প্রশ্ন

১. একজনের কুরবানীর টাকা আরেকজন দেওয়া যাবে কিনা?
২. গিফট করা পশু দিয়া কুরবানী দেওয়া যাবে কিনা?
উত্তর জানতে পারলে খুব উপকৃত হব। ধন্যবাদ।

উত্তর

১. কেউ যদি কাউকে টাকা পয়সা উপহার দেয় সেটা যেমন নেওয়া জায়েজ তেমনি কেউ কাউকে যদি কুরবানী করার জন্য টাকা দেয় সেটাও নেওয়া জায়েজ। ২। জ্বী, করা যাবে। এটাও টাকা পয়সা উপহার দেয়ার মতই।