আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4689

পোশাক পরিচ্ছেদ

প্রকাশকাল: 1 ডিসে. 2018

প্রশ্ন

আসসালামু আলাইকু, আমি কিছু মাস যাবত পর্দা করার চেষ্টা করছি,এখন আমি একটা বিষয় নিয়ে খুব ভয়ে আছি। আমি অনার্স তৃতীয় বর্ষে পড়ি,পরীক্ষার হলে আমাদের স্যাররা রেজিষ্ট্রেশন কার্ডের ছবির সাথে মুখ মিলিয়ে দেখেন। যদি পুরুষ স্যারদের সামনে নিকাব না খুলে তখন তারা অপমান করে,এমনকি পরীক্ষা বাতিল করে দেওয়া ও অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে শাস্তি দেয়। আমি কি করতে পারি তখন?যদি এরুপ শাস্তির সম্মুখীন হয়?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। একটি মুসলিম দেশে এই ধরণের আচরণ খুবই দুঃখজনক। তবে পড়াশোনার জন্য যদি পর্দা রক্ষা সম্ভব না হয়, তাহলে ঐ পড়াশোনার দরকার নেই। পর্দা রক্ষা করা ফরজ, পড়াশোনা কিছুই না। যেখানে, যে প্রতিষ্ঠানে আপনি পর্দা রক্ষা করে পড়তে পারবেন সেখানে পড়বেন। যদি এমন প্রতিষ্ঠান না পান, তাহলে পড়াশোনা ছেড়ে দিন। আল্লাহ কেয়ামতের দিন আপনাকে পর্দার বিষয়ে প্রশ্ন করবেন, পড়াশোনা নিয়ে কোন প্রশ্ন করবেন না।