আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4649

সুন্নাত

প্রকাশকাল: 22 অক্টো. 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ মসজিদ এ যাওয়ার সঠিক সময় কোনটি? যদি মসজিদে গিয়ে দেখি ২ রাকাত নামাজ পরে বসার সময় নাই, মানে প্রায় ১-২ মিনিট বাকি আছে যা দিয়ে ২ রাকাত পড়া যাবে না। তাইলে আমি কি বসে থাকবো? নাকি দাঁড়িয়ে থাকবো?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইমাম নববী রহি. বলেছেন, তাহিয়্যাতুল মসজিদ পড়ার পর্যাপ্ত সময় না থাকলে দাঁড়িয়ে থাকবে বসবে না। মাজমাউল ফাতাওয়া, ৪/৫৫১। দাঁড়িয়ে থাকা উত্তম, তবে বসলেও সমস্যা নেই। বিস্তারিত জানতে পড়ুন https://islamqa.info/ar/answers/224621/%D8%A7%D8%B0%D8%A7-%D8%AF%D8%AE%D9%84-%D8%A7%D9%84%D9%85%D8%B3%D8%AC%D8%AF-%D9%82%D8%A8%D9%84-%D8%A7%D9%82%D8%A7%D9%85%D8%A9-%D8%A7%D9%84%D8%B5%D9%84%D8%A7%D8%A9-%D8%A8%D9%82%D9%84%D9%8A%D9%84-%D9%81%D9%87%D9%84-%D9%8A%D8%B5%D9%84%D9%8A-%D8%AA%D8%AD%D9%8A%D8%A9-%D8%A7%D9%84%D9%85%D8%B3%D8%AC%D8%AF-%D8%A7%D9%85-%D9%8A%D9%86%D8%AA%D8%B8%D8%B1-%D9%88%D8%A7%D9%82%D9%81%D8%A7