আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4610

ঈদ কুরবানী

প্রকাশকাল: 13 সেপ্টে. 2018

প্রশ্ন

আসসালমুয়ালাইকুম,
আমার মা এবং বোন ঈদের নামাজ পড়তে চায়, কিন্তু আমাদের এলাকায় মহিলাদের ঈদের জামাতের ব্যবস্থা নেই। আমার জানামতে, হানাফী মাযহাব অনুযায়ী জামাত মিস হলে একাকী ঈদের নামাজ পড়ার নীয়ম নেই। কিন্তু গত রোজার ঈদে করোনা র সময় আমরা দেখেছি অনেক আলেমই পুরুষদের একাকী ঘরে ঈদের নামাজ পড়া জায়েজ বলেছেন। সে অনুযায়ী আমি তাদেরকে (মা এবং বোন কে) এবারের ঈদেও নামাজ পড়তে নিষেধ করি নি। এখন আমার প্রশ্ন হলো,
১) কোনো মাযহাবই কি মহিলাদের একাকী ঘরে ঈদের নামাজ পড়ার অনুমোদন দেয় নি?
২) বিগত বছর গুলোতে আমার মা বোন ঈদের নামাজ একাকী পড়ে কি গুনাহের কাজ করেছেন? এজন্য কি তওবা করতে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। শাফেয়ী মাজহাবের প্রশিদ্ধ আলেম ইমাম নববী রহি. কে প্রশ্ন করা হলো, فهل تشرع صلاة العيد للعبد والمسافر والمرأة والمنفرد في بيته أو في غيره গোলাম, মুসাফির, মহিলা এবং একাকী কোন ব্যক্তি কি ঘরে বা বাইরে নামায পড়তে পারবে? উত্তরে তিনি বলেছেন, فيه طريقان (اصحهما واشهرهما) القطع بأنها تشرع لهم এখানে দুটি মত। সহীহ মত হলো এটা তাদের জন্য শরীয়ত সম্মত। মাজমাউল ফাতাওয়া, ৫/২৬ আব্দুল্লাহ বিন বাজ বলেছেন, মহিলাদের ঘরে একাকী বা জামাতে ইদের নামায পড়াতে তিনি কোন সমস্যা মনে করেন না, মহিলারা পূর্ণ সওয়াব পাবে। বিস্তারিত জানতে দেখুন https://binbaz.org.sa/fatwas/17050/%D8%AD%D9%83%D9%85-%D8%A7%D9%82%D8%A7%D9%85%D8%A9-%D8%A7%D9%84%D9%86%D8%B3%D8%A7%D8%A1-%D8%B5%D9%84%D8%A7%D8%A9-%D8%A7%D9%84%D8%B9%D9%8A%D8%AF-%D9%81%D9%8A-%D9%85%D8%B5%D9%84%D9%89-%D9%85%D8%B3%D8%AA%D9%82%D9%84 আর শায়খ উসায়মিন রহি. বলেছেন, মহিলাদের ঘরে ইদের নামায পড়া বড় ভুল। রাসূলুল্লাহ সা, কিংবা সাহাবীদের সময়ে জানা যায় নি যে, মহিলারা ঘরে ইদের নামায পড়েছেন। وأما أن تكون صلاة العيد في بيتها فغلط عظيم ؛ فلم يعهد عن النبي صلى الله عليه وعلى آله وسلم ولا عن أصحابه أن النساء يقمن صلاة العيد في البيوت . তিনি আরে বলেছেন, الحكم في ذلك أن هذا من البدعة এক্ষেত্রে হুকুম হলো এটা বিদআত। বিস্তারিত জানতে https://islamqa.info/ar/answers/190960/%D9%87%D9%84-%D9%8A%D8%AC%D9%88%D8%B2-%D8%A7%D9%86-%D8%AA%D8%B5%D9%84%D9%8A-%D8%A7%D9%84%D9%86%D8%B3%D8%A7%D8%A1-%D8%B5%D9%84%D8%A7%D8%A9-%D8%A7%D9%84%D8%B9%D9%8A%D8%AF-%D8%AC%D9%85%D8%A7%D8%B9%D8%A9-%D9%88%D8%AA%D9%88%D9%85%D9%87%D9%85-%D8%A7%D9%85%D8%B1%D8%A7%D8%A9-%D9%85%D9%86%D9%87%D9%85 মোটকথা মহিলাদের ঘরে ইদের নামায পড়াকে অনেকেই জায়েজ বলেছেন। অনেকেই বিদআত বা মাকরুহ বলেছেন। তবে ইদগাহে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা না থাকলে ইদের নামায না পড়লে যে কোন সমস্যা নেই, এই বিষয়ে সবাই একমত। রাসূলুল্লাহ সা. বা সাহাবীদের সময়ে মহিলাদের ঘরে ইদের নামায পড়ার কোন ইতিহাস পাওয়া যায় না।