As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 430

প্রশ্ন

আস সালামু আলায় কুম সায়েখ এই আমল টা পেয়েছি । এটা কি সহি আমল জানাবেন দয়া করে। দারিদ্রতা থেকে মুক্তি লাভের পরীক্ষিত আমল…হযরত ইমাম মালেক (রহ.) হজরত ইবনে উমর [রা.] থেকে বর্ণনা করেন যে, একবার এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললো: ইয়া রাসুলাল্লাহ! ﷺ দুনিয়া আমার থেকে বিমুখ হয়েছে এবং পৃষ্ঠ প্রদর্শণ করেছে। রাসুল ﷺ বললেন, তুমি কি ফেরেশতাদের দোয়া ও আল্লাহর সব সৃষ্টিজীবের তাসবীহ পড় না? যে তাসবীহের কারণে তাদেরকে রিজিক দেয়া হয়? সুবহে সাদেকের সময় তুমি সে তাসবীহ একশবার করে পড়বে, তাহলে দেখবে দুনিয়া তোমার কাছে তুচ্ছ হয়ে আসবে। লোকটি চলে গেল। এবং এ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, আমলটি সহীহ নয়। উক্ত হাদীসটি মাওযু।সকল মুহাদ্দিস হাদীসটিকে মাওযু বা জাল বলেছেন। আল-লায়াইল মাসনুয়াহ, ২/২৮৭; তানযীহুশ শারিআতিল মারফুয়াহ ২/৩৮৯।