আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4181

বিতর

প্রকাশকাল: 11 জুলাই 2017

প্রশ্ন

আস্সলামুআলাইকুম শায়েখ, মাগরিবের ন্যায় তিন রাকাত বিতর পরার সময় দ্বিতীয় রাকাতে বৈঠক করার সহিহ রেওয়ায়েত আছে কিনা আর পরে হাত উঠিয়ে তাকবির দিয়ে পুনরায় হাত বাধা কি হাদিস সম্মত আর কুনূত পাঠের সময় হাত তুলে দোয়া করা কি বিদাত জানতে চাই। জাজাকাল্লাহখাইরান

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার প্রশ্নের উত্তর বিস্তাবিত পেতে দেখুন আমাদের দেয়া 0105 এবং 0153 নং প্রশ্নের উত্তর। হাত তুরে কুনুতের দোয়া পাঠ করা বিদআত নয়।