আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3943

জুমআ

প্রকাশকাল: 15 নভে. 2016

প্রশ্ন

হাদিসটি সহিহ কিনা দয়া করে জানাবেন। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন। :যে ব্যক্তি জুমার দিনে সকাল সকাল গোসল করল এবং গোসল করাল, তারপর ইমামের কাছে গিয়ে বসে চুপ করে মনোযোগ দিয়ে খুতবা শুনল, প্রত্যেক কদমের বিনিময়ে সে এক বছরের রোজা ও নামাজের সওয়াব পাবে। (তিরমিজি, হাদিস নং : ৪৯৮)

উত্তর

হাদীসটি সহীহ। তবে আপনিার অনুবাদ সঠিক নয়।হাদীসটির আরবী পাঠ হলো: 498 – حدثنا هناد قال حدثنا أبو معاوية عن الأعمش عن أبي صالح عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه و سلم من توضأ فأحسن الوضوء ثم أتى الجمعة فدنا واستمع وأنصت غفر له ما بينه وبين الجمعة وزيادة ثلاثة أيام ومن مس الحصى فقد لغا قال أبو عيسى هذا حديث حسن صحيح قال الشيخ الألباني : صحيح অর্থ: যে ব্যক্তি জুমার দিনে সকালে ভালো করে ওযু করলো, এরপর মসজিদে এসে ইমামের কাছে গিয়ে বসে চুপ করে মনোযোগ দিয়ে খুতবা শুনল তার গত এক সপ্তাহের এবং সামনের আরো ৩ দিনের গুনাহ ক্ষমা করা হয়। সুতরাং প্রতি কদমের সওয়াবের কথা বানোয়াট।