আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 384

জানাযা-কবর যিয়ারত

প্রকাশকাল: 17 ফেব্রু. 2007

প্রশ্ন

বর্তমানে জানাজার নামাজ পরা নিয়ে বিভিন্ন রকম বিভ্রান্তি দেখা দিচ্ছে (তাকবীর নিয়ে, সূরা ফাতিহা পড়া না পড়া নিয়ে, ২য় তাকবীর এর পর পটিত কোনটি আসল দোয়া সেটি নিয়ে)। স্যার এর কাছে বিনীত ভাবে অনুরধ থাকল, আমাদেরকে রাসুল (সঃ) এর সুন্নতের আলোকে জানাজার নামাজ কিভাবে পড়বো সে বিষয়ে বললে আমরা অনেক উপকৃত হব। জাযাকাল্লাহু খাইরান

উত্তর

জানাযার নামাযে সূরা ফাতিহা পড়া এবং না পড়া উভয় প্রকার আমলই সাহবীদের থেকে সহীহ সূত্রে বর্ণিত। একাধিক দুআও সহীহ হাদীসে বর্ণিত আছে, আমাদের সমাজে সাধারণত যেটা পড়া হয় সেটাও সহীহ। । সুতরাং বিভ্রান্ত হওয়ার কোন কারণ নেই। যে কোন এক পদ্ধতিতে জানাযা পড়লেই জানাযা আদায় হয়ে যাবে। বিস্তারিত জানতে দেখুন, রাহে বেলায়াত ৪৩৪-৪৪৪।