আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3709

হাদীস

প্রকাশকাল: 26 মার্চ 2016

প্রশ্ন

আবদুল্লাহ ইবনু ;আমর ইবনুল আস (রাঃ) থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনু আবী ওয়াক্কাস (রাঃ)-এর কাছ দিয়ে যাচ্ছিলেন। সে সময় সাদ (রাঃ) অজু করছিলেন। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, হে সাদ! এত অপচয় কেন? সাদ আবেদন করলেন, হে আল্লাহর রসূল! অজুর মধ্যেও কি অপচয় আছে? তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, হ্যাঁ আছে। যদিও তুমি প্রবহমান নদীর কিনারা থাকো। (আহমাদ ও ইবনু মাজাহ্)
hadish ta sohi kina

উত্তর

হাদীসটি সহীহ নয়। হাদীসটিতে দুজন দূর্বল রাবী আছে। তা সত্ত্বেও শায়খ আলাবানী রহি. হাদীসটির সনদকে হাসান বলেছে। শায়খ শুয়াইব আরনাউত রহি. হাদীসটিকে দূর্বল বলেছেন। মোটের উপর হাদীসটি ভালো মানের নয়।