আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3533

মানত

প্রকাশকাল: 2 অক্টো. 2015

প্রশ্ন

কোন এক কারনে একটি ছাগল কুরবানি মানত করা হইছিলো। আলহামদুলিল্লাহ আমাদের সেই মানত পুর্ন হইসে কাজেই আমাদের কুরবানি ওয়াজিব হইসে । কিন্তু এই কুরবানির সহিহ নিয়ম কি? কুরবানি করে মাংস খাওয়া যাবে নাকি বিলিয়ে দিতে হবে?

উত্তর

উক্ত ছাগলে মাংস মানতকারী খেতে পারবেন না। ধনী মানুষও উক্ত মাংস খেতে পারবে না। গরীব-অসহায়দের মাঝে বিলিয়ে দিতে হবে।