আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 214

কুরআন

প্রকাশকাল: 31 আগস্ট 2006

প্রশ্ন

মুহতারাম, আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন:
১. কুরান তিলাওয়াত এর ক্ষেত্রে বিশ্ববিখ্যাত কারী আল আফাসী এর সূর (মাকামাত) ও ঊচ্ছারন (তাজবিদ) এর হুবুহু অনুকরন করা জাবে কিনা?
২. অন্যান্য মুসলিম দেশের কারিদের দেখি তেলাওয়াত এর সময় অর্থের দিকে খেয়াল করে আয়াত কে ভেঙ্গে ভেঙ্গে পরেন যা আমাদের দেশের হাফিজ বা ক্বারীগণ করেন না… এক্ষেত্রে করণীয় কি?
৩. কুরান তেলাওয়াত এর নিয়ম, বিভিন্ন ইমামদের মতামত এবং মাকামাত-তাজবিদ এর উদ্ভাবন বিষয়ে কি কোন বাংলা বই আছে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সহীহ ভাবে কুরআন তেলাওয়াত করে এমন যে কোন ক্বারীকে তেলাওয়াতের ক্ষেত্রে অনুকরণ করেত কোন সমস্যা নেই। অর্থ বুঝে তেলাওয়াত করা নিঃসন্দেহে উত্তম। তাজবীদের বিভিন্ন বই বাজারে পাওয়া যায় তবে শুধু বই দ্বারাই সহীহ তেলাওয়াত শেখা সম্ভব নয়, বিশুদ্ধ তেলাওয়াত একজন ভাল ক্বারী সাহেবের কাছ থেকে শিখতে হবে।