আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1899

বাতিল ফিরকা

প্রকাশকাল: 12 এপ্রিল 2011

প্রশ্ন

শায়েখ, যেসব শিয়াদের মধ্যে অকাট্য কুফর লক্ষ করা যায়, তাদের উপর তাকফির করা যাবে কী? নাকি এক্ষেত্রে অজ্ঞতাকে ওজর হিসেবে নিয়ে তাদেরকে মুসলিম হিসেবে গণ্য করতে হবে? অজ্ঞতাকে ওজর হিসেবে নিলে তো অনেক কবর পূজারীও তাদের শিরক সম্পর্কে অজ্ঞ, তাই বলে কি তারা মুশরিক না?

উত্তর

মুসলিম হিসাবে দাবিদার যেসব বিভ্রান্ত গোষ্ঠী মুসলিম উম্মাহ কতৃক কাফের হিসাবে স্মীকৃত নয় তাদেরকে কাফের বলা যাবে না। তবে যারা কাফের হিসাবে স্মীকৃত তাদেরকে কাফের বলতে হবে, যেমন কাদিয়ানী।