আস-সুন্নাহ ট্রাস্ট

বিনামূল্যে দাতব্য চিকিৎসা

আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিন প্রকার আমল ছাড়া। ১. সদাকাহ জারিয়াহ্ ২. এমন ইলম বা জ্ঞান যার দ্বারা অন্যের উপকার হয় ৩. পুণ্যবান সন্তান যে তার জন্যে দু’আ করতে থাকে’।

(সহীহ্ মুসলিম, হাদিস নং ১৬৩১)

২০১১ ইং (১৪৩২ হি.) থেকে অসহায়, গরীব ও দুস্থ্যদের জন্য যাকাত ভিত্তিক চিকিৎসা প্রকল্প চালু করা হয়। প্রতি সপ্তাহে এম.বি.বি.এস ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে ব্যবস্থাপত্র এবং ঔষুধ প্রদান করা হয়। এছাড়াও ২০১৩ থেকে হোমিও চিকিৎসা সেবা প্রদান করা শুরু হয়েছে। যার পুরো অর্থই এ তহবিল থেকে ব্যয় করা হয়।

বর্তমানে যেসব ডাক্তাররা রোগী দেখছেন

ডা: নেওয়াজ মোরশেদ
এম.বি.বিএস, (রাজ:) বি.সি.এস (স্বাস্থ্য)
সহকারী সার্জন, সদর হাসপাতা, ঝিনাইদহ।
মেডিসিন, চর্ম, যৌন, ডায়াবেটিস, এ্যাজমা, উচ্চ রক্তচাপ।
বিএমডিসি রেজি: নং-৮৩৪৯৬
ডা: সিরাজুল ইসলাম
ডি.এইচ.এম.এস
বাংলাদেশ হোমিও কলেজ, ঢাকা
ডা: নূরজাহান বেগম
এম.বি.বিএস, (রাজ:) বি.সি.এস (স্বাস্থ্য)
সিসিডি (বারডেম), সি এম ইউ (আল্ট্রা)
পসূতি বিদ্যা ও গাইনী রোগ অভিজ্ঞ এবং
ডায়াবেটিস বিশেষজ্ঞ ও সনোলিজিষ্ট মেডিকেল অফিসার ঝিনাইদহ সদর হাসপাতাল, ঝিনাইদহ

ব্যাংক অ্যাকাউন্ট তথ্যঃ

অ্যাকাউন্টের নাম : As sunnah Trust 
অ্যাকাউন্ট নম্বর : MSA: 2050 1750 2019 00314
ব্যাংক : Islami Bank Bangladesh ltd
শাখা : Jhenaidah Branch, Jhenaidah.
রাউটিং নাম্বার : 125440640
সুইফট কোড : IBBLBDDH

বিকাশ/নগদ/রকেট (পার্সোনাল) : 01718136962

সেলফিন: 01958335711

নোট: সেলফিনে ডোনেশনের সময় খাত উল্লেখ্য