আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 994

নামায

প্রকাশকাল: 19 অক্টো. 2008

প্রশ্ন

আসসালামু আলাইকুম, ১। আমি জানি যে স্বামী-স্ত্রী জামায়াতে সালাত আদায় করতে গেলে- প্রথমে স্বামী এবং নিচের কাতারে স্ত্রী দাড়াবে। কিন্তু যদি জামায়াতে নাহয়ে এমনি সুন্নত বা নফল সালাত পড়ার সময় একই কাতারে দুজনের মধ্য ফাকা রেখে দাড়িয়ে যার মত সেই পড়া যাবে কি? ২। শশুর-শাশুড়িকে বাব- মা ডাকা, এ ব্যাপারে শরিয়াতের বিধান কি? কি বলে ডাকা বা সম্মোধন করা উত্তম?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জামাতের ক্ষেত্রে স্বামী স্ত্রী পিছনে দাড়ানো শর্ত। জামাত ছাড়া এ শর্ত প্রযোয্য নয়। সুতরাং স্বামী-স্ত্রী সুন্নাত বা নফল নামায পাশাপাশি পড়তে পারবে, সমস্যা নেই। শ্বশুর- শাশুড়িকে বাবা-মা ডাকা যাবে, না-জায়েজ নয়। এবং এভাবেই ডাকা উচিৎ। কেননা অনেক সময় এই নিয়ে পরিবারে সমস্যা হতে পারে।