আসসালামু আলাইকুম, ১। আমি জানি যে স্বামী-স্ত্রী জামায়াতে সালাত আদায় করতে গেলে- প্রথমে স্বামী এবং নিচের কাতারে স্ত্রী দাড়াবে। কিন্তু যদি জামায়াতে নাহয়ে এমনি সুন্নত বা নফল সালাত পড়ার সময় একই কাতারে দুজনের মধ্য ফাকা রেখে দাড়িয়ে যার মত সেই পড়া যাবে কি? ২। শশুর-শাশুড়িকে বাব- মা ডাকা, এ ব্যাপারে শরিয়াতের বিধান কি? কি বলে ডাকা বা সম্মোধন করা উত্তম?