আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 988

আদব আখলাক

প্রকাশকাল: 13 অক্টো. 2008

প্রশ্ন

আমরা যে বাসায় ভাড়া থাকি এই বাসায় উঠার পর থেকেই দেখছি আমার বাসার অথবা বাড়িওলার বাসার অথবা দারোয়ান এর সংসার এ (অন্য ভাড়াটিয়াদের সাথে যোগাযোগ নেই) অসুখ যেন লেগেই থাকে। আমার সন্দেহ হয় বাড়ি টা ভালো না মানে বাড়িটা ভালো জায়গায় পরে নাই,হতে পারে নাপাক জায়গায় বাড়ি করা হয়েছে অথবা অন্য কিছু । রোগ -ব্যাধি তো আল্লাহর পক্ষ থেকেই আসে আবার এটাও তো ঠিক খারাপ জায়গাও তো হয় যেমন আমরা মনে করি শশান খারাপ জায়গা,খারাপ জীন থাকে। আসলেই খারাপ জায়গা বলে কিছু কি আছে? আমার এই খারাপ মনে করা বা ধারণা করাটা কি পাপ হইতেছে?

উত্তর

আপনি যেটা মনে করছেন সেটা কুসংস্কার ছাড়া কিছু নয়। খারাপ জায়গাতে বাড়ি হওয়ার কারনে রোগ-ব্যাধি হচ্ছে এই ধারণা অমূলক। আর এই ধরনের খারাপ জায়গা বলতে কিছু নেই। আপনি আল্লাহর কাছে দুআর করুন যেন, তিনি সব ধরণের রোগ- ব্যধি দূর কর দেন। আমরাও আপনার জন্য দুআ করছি।