আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 984

বিবাহ-তালাক

প্রকাশকাল: 9 অক্টো. 2008

প্রশ্ন

Assalamualaikum, amar vai amr biye tik koreche 6mnth por date tik koreche. Ami and jar shate biye tik hoyeche amra 2jn family te bolechilam tahole akth porie deyar jonno. But koekjn reltv boltese akth porale naki 3mnth er moddhe konna k husband er bari tule nite hoy ajonno engagement poranur jonno. Islam er ashole nirdesh ta ki akth and engagement shompor k . R biye arkokom eto delay korle ki gunah hobe. Doa kore ans dile kub e upokrito hobo. Zazaka-Allahu-Khaira

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। ইসলামী পরিভাষায় আকদ অর্থ হলো ইজাব (বিবাহের প্রস্তাব) এবং কবুল (প্রস্তাবগ্রহন) এর মাধ্যমে বিবাহ সম্পূর্ণ হওয়া। অর্থা আকদ হওয়া মানে বিবাহ হয়ে যাওয়া। পক্ষান্তরে engagement একটি বিধর্মী কালচার। কন্যাকে আংটি পরানোকে engagement বলা হয়। এর সাথে বিবাহের কোন সম্পর্ক নেই। ইসলাম এই ধরনের অনুষ্ঠানের কোন স্থান নেই। ২। আকদ হলে তিন মাসের মধ্যে কন্যাকে স্বামীর বাড়ি যেতে হয় এটা একটা কুসংস্কারমূলক কথা । ইসলাম এই ধরনের কোন নির্দেশ দেয় নি। ইসলামের নির্দেশনা হলো বিবাহের পর স্ত্রীর ভরন-পোষনের দায়িত্ব স্বামীর। যদি মেয়ের বাবা বা ছেলের বাবা বা অন্য কেউ স্বেচ্ছায় মেয়ের ভরন-পোষনের দায়িত্ব নেন তাহলে কোন সমস্যা নেই। যেমন, আপনার প্রশ্ন অনুযায়ী আপনার পিতা আপনাকে ৬ মাস নিজ বাড়িতে রেখে আপনার সকল দায়িত্ব পালন করতে পারেন যেটা মূলত আপনার স্বামীর উপর আবশ্যক। সুতরাং আপনারা এখন বিয়ে করতে পারেন। এবং ৬মাস বা তার চেয়েও বেশী সময় আপনি পিত্রালয়ে বসবাস করতে পারেন। আর এটাই আপনাদের জন্য কল্যানকর মনে হচ্ছে।