আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 981

বিবাহ-তালাক

প্রকাশকাল: 6 অক্টো. 2008

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি একজন তরুন ডাক্তার। আল্লাহর মেহেরবানীতে আমি ইসলাম পালনের চেষ্টা করি। আমি স্ত্রী হিসেবে একজন ধার্মিক মেয়েকে চাচ্ছি। আমার পরিবার একটি মেয়েকে পছন্দ করেছে। মেয়েটি একটি কওমী মাদ্রাসায় দাওরা হাদিস পড়ছে। আমার কি এটাতে আগানো উচিত হবে?আমি নিজে কখনো মাদ্রাসায় পড়িনি এবং সালাফী বক্তাদের অনুসরন করি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহর শুকরিয়া যে, আপনি একজন ধার্মিক মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন। আপনি মেয়েটিকে বিয়ে করতে পারেন, আশা করি এটা আপনার জন্য কল্যানকর হবে। আপনি সালাফী বক্তাদের অনুসরন করেন আর আপনার স্ত্রী হয়তো হানাফী আলেমদের অনুসরন করবে। কোন কোন আমলের বিষয়ে একাধিক সুন্নাহসম্মত পদ্ধতি রয়েছে, সেক্ষেত্রে আপনি তার উপর নিজের মতামত চাপাতে যাবেন না। আবার সে কোন কিছু বললে আপনাকে ধৈর্য ধরতে হবে। মূল দায়িত্ব আপনার। আমরা আপনার জন্য দুআ করি যেন তিনি আপনাদের সুখের সংসার উপহার দেন।