আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 980

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 5 অক্টো. 2008

প্রশ্ন

ভাই, আমি বিবাহিত। আমার পুর্বে হস্তমৈথুন করার অভ্যাসটা ছিলো। এটা অবশ্য এখন নেই। কিন্তু আমার স্ত্রী যখন তার বাবার বাড়ি বেড়াতে যায় তখন আমি একলা হয়ে যাই। যদিও হস্তমৈথুন করি না। কিন্তু যখন ফেসবুকে ভালো লেকচারের ভিডিওগুলা দেখার সময় মাঝে মাঝে কিছু খারাপ ভিডিও এসে পড়ে।এমতাবস্থায় আমার সেই ভিডিওগুলা দেখতে মন চায়। কিন্তু পরবর্তীতে খুব খারাপ লাগে এই ভেবে যে এটা ঠিক হয়নি। আমিতো গুনাহের কাজ করলাম। তখন তওবা করে থাকি। কিন্তু শরীর খুব খারাপ লাগে ইচ্ছে করে হস্তমৈথুন করি। আমার স্ত্রী আমার বাড়িতে থাকলে এই সমস্যা হয় না। আমি কি করতে পারি বা এমন কোন আমল আছে যা আমাকে আমার এমন জৈবিক চাহিদাকে দমন করে রাখবে? আর ইসলামিক দৃস্টিতে হস্তমৈথুন করা বৈধ নাকি টোটালি অবৈধ? প্লিজ জানাবেন।

উত্তর

ভাই, আপনার জন্য আমল হলো যখন আপনার স্ত্রী আপনার কাছে থাকবে না তখন আপনি ফেসবুক-ইন্টারনেট ব্যবহার একদম করবেন না। আপনার লেকচার শুনতে ইচ্ছা করলে আগে থেকে ডাউনলোড করে রেখে শুনবেন। এটা্ই আপনার জৈবিক চাহিদা দমনের আমল। অর হস্তমৈথুন কারা টোটালী হারাম। কোন কোন আলেম বলেছেন, ব্যভিচারের আশংকা থাকলে হস্তমৈথুন ব্যভিচারের চেয়ে কম গুনাহ। আমরা আপনার জন্য দুআ করি তিনি যেন আপনাকে এই সমস্যা থেকে পরিত্রান করেন।