আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 974

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 29 সেপ্টে. 2008

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ! আমি একজন হাই প্রেশারের রোগি। আমি একটা ঔষধ সেবন করি ডাক্তারের পরামর্শ অনুযায়ী। কিন্তু আমার সমস্যা হলো আমি যে ঔষধ টা সেবন করি এমন একটা ঔষধ যেটা আমার অনেক প্রব্লেম করে, যেমন আমার আচরণগত সমস্যা ও সলাতে আমার খুসুখুজু নস্ট হয়। লোকদের সাথে আমার আচরণ খারাপ হয়। আবার যদি সেটা সেবন না করি তাতেও প্রেশার বেড়ে যায়। এমন দ্বিমুখী সমস্যায় ভুগতেছি। এমতাবস্থায় আসলে আমার করনীয় কি বিশেষ করে ইসলামিক দৃস্টিতে? আর অন্যান্য ঔষধ ও সাধারণত আমার জন্য কার্যকরী না। প্লিজ জানিয়ে বাধিত করবেন। জাযাকাল্লাহ খইর!

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখেন। আপনি ঐ ওষুধটা সেবন করুন। যেহেতু আপনি বুঝতে পারছেন এই ওষুধ সেবন করার কারণে আপনার আচরণ খারাপ হয়ে যাচ্ছে সুতরাং আপনি নিজেকে নিয়ন্ত্রন করার চেষ্টা করুন। সালাতে মনোনিবেশ করার চেষ্টা করুন। সুন্নত সালাতের সাজদাতে এবং অন্যান্য সময় আল্লাহর কাছে বেশী করে দুআ করুন। আশা করি আপনার সমস্যা দূর হয়ে যাবে।