আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 971

নামায

প্রকাশকাল: 26 সেপ্টে. 2008

প্রশ্ন

আসসালামুআলাইকুম, ফজরের সুন্নাত ফরজের আগে না পড়তে পাড়লে,ফরজের পর সূর্য উদয়ের আগে পড়া যাবে কি? না সূর্য উদয়ের পর পড়তে হবে। দয়া করে জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সূর্য উদয়ের পরেই পড়বেন। সহীহ হাদীসে রাসূলু্ল্লাহ সা. এমনই বলেছেন। সনানু তিরমিযী, হাদীস নং ৩৮৮+। অবশ্য ছুটে যাওয়া আশংকা থাকলে ফরজের পরপরও আদায় করা যায়। বিস্তারিত জানতে দেখুন, রাহে বেলায়াত পৃষ্ঠা ৩৯৪-৩৯৫।