আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 970

নামায

প্রকাশকাল: 25 সেপ্টে. 2008

প্রশ্ন

Assalamualaiqum. Amar proshno holo mohilara ki Zanazar salat porbe? Kenona masjidul harame proti wakto salater por Zanazar salat hoy. Sei somoy mohilara ki korbe? Zanazar salat porbe?
Zazakallahul khair

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মহিলারা জানাযার সালাতে অংশ নিবে কিনা সে বিষয়ে সাহাবদের মাঝে কিছুটা মতভেদ আছে। যার ইবনে মাসউদ রা. এবং ইবনে উমার রা. বিষয়টিকে অপছন্দ করেছেন আবার ইবনে আব্বাস রা. নুমতি দিয়েছেন। ইমাম কুরতুবী বলেছেন অধিকাংশ আলেমের নিকট মাকরুহ তানযীহ। ইমাম মালেক রহ. অনুমতি দিয়েছেন আর ইমাম আবু হানীফা রা. বলেছেন, মহিলাদের জন্য জানাযাতে অংশ নেয়া উচিত নয়। এই বিষয়ে উমদাতুল কারী গ্রন্থে ইমাম বদরুদ্দীন আইনি যা বলেছেন তার মূল পাঠ হলো, وقال القرطبي ظاهر الحديث يقتضي أن النهي للتنزيه وبه قال جمهور أهل العلم وقال ابن المنذر روينا عن ابن مسعود وابن عمر وعائشة وأبي أمامة أنهم كرهوا ذلك للنساء وكرهه أيضا إبراهيم والحسن ومسروق وابن سيرين والأوزاعي وأحمد وإسحاق وقال الثوري اتباع النساء الجنائز بدعة وعن أبي حنيفة لا ينبغي ذلك للنساء وروى إجازة ذلك عن ابن عباس والقاسم وسالم والزهري وربيعة وأبي الزناد ورخص فيه مالك وكرهه للشابة وعند الشافعي مكروه وليس بحرام উমদাতুল কারী, ১২/২৬০-৬১। অধিকাংম আলেমের মতামতের ভিত্তিতে মনে হয় সাধারণ অবস্থায় মহিলাদের জানাযার সালাতে অংশ না নেয়াটাই ভলো, অংশ নেয়া হারাম বা নিষিদ্ধ নয়। তবে মসজিদুল হারামে ফরজ সালাতের পর জানাযা আসলে মহিলারা অংশ নেয়াটা্ই উচিত বলে মনে হয়। নিচের হাদীসটি লক্ষ করুন: عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ عَائِشَةَ لَمَّا تُوُفِّيَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ قَالَتْ ادْخُلُوا بِهِ الْمَسْجِدَ حَتَّى أُصَلِّيَ عَلَيْهِ فَأُنْكِرَ ذَلِكَ عَلَيْهَا فَقَالَتْ وَاللَّهِ لَقَدْ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى ابْنَيْ بَيْضَاءَ فِي الْمَسْجِدِ سُهَيْلٍ وَأَخِيهِ قَالَ مُسْلِم سُهَيْلُ بْنُ دَعْدٍ وَهُوَ ابْنُ الْبَيْضَاءِ أُمُّهُ بَيْضَاءُ আবু সালামা ইবনে আব্দুর রহমান আয়েশা রা. থেকে বর্ণণা করেন যে, যখন সাদ ইবনে আবী ওয়াক্কাস রা. ইন্তেকাল করেন তখন আয়েশা রা. বললেন, তোমরা তাকে মসজিদে নিয়ে আসো যাতে আমি তার জানাযার সালাতে অংশ নিতে পারি। কেউ কেউ বিষয়টি (মসজিদে জানাযার সালাত) অপছন্দ করলো, তখন তিনি বললেন, আল্লাহর কসম রাসূলুল্লাহ সা. বায়দার দুই ছেলে সুহাইল এবং তার ভাইয়ের জানাযার সালাত মসজিদে পড়িয়েছিলেন। সহীহ মুসলিম, হাদীস নং ১৬১৭। এই হাদীসে আমরা দেখতে পাচ্ছি আয়েশা রা. মসজিদে জানাযার সালাতে অংশ নিয়েছিলেন। সুতরাং যারা মসজিদের ভিতরে আছেন সে সব মহিলাদের জন্য সালাতে অংশ নেয়াটাই ভাল, তবে অংশ না নিলেও কোন সমস্যা নেই। শায়খ আব্দুল্লাহ বিন বায রাহ বলেছেন, জানাযার সালাত পুরুষ মহিলা উভয়ের জন্য শরীয়তসম্মত। জানাযার সালাতে অংশ নেয়ার যে বিশেষ ফজিলতের কথা সহীহ হাদীস সমূহে উল্লেখ আছে তা সবার জন্য সমান। আল-ইসলাম সুয়াল ও জবাব, প্রশ্ন নং192960। বিস্তারিত জানতে দেখুন, মারকাযুল ফাতাওয়া (ইন্টারনেট, আরবী), ফতোয়া নং ৮১০৪। আল্লাহ তায়ালা ভাল জানেন।