আসসালাম ওয়া আলাইকুম ওয়া রহ-মাতুল্লাহ, সাদাকা হচ্ছে নিজের (নিজের অধিনস্থদের) জানের জন্য নিজের মাল থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা, তাই নয় কি? তাহলে কি আমার মা আমার টাকায় আমার বিবাহিত বোনের জন্য সাদাকা করতে পারবেন যদিও আমার আয়ের প্রতিটা পয়সায় আমার পিতা-মাতার সম্পূর্ণ হক আছে। আমার বোন যেহেতু বিবাহিত তাহলে সে যার জিম্মাদারিতে আছে (যেমন তার স্বামী, ছেলে) তাদের মাল থেকে তার জানের সাদাকা দেয়া যাবে? আমি হয়তো স্পষ্ট করে বুঝাতে পারি নাই, আমাকে ক্ষমা করবেন। টাকা বড় কথা নয় সাহিহ তারিকা জানতে চাওয়া মুল বিষয়। দয়া করে জানায়ে বাধিত করবেন। জাযাকাল্লাহ খইর, ওয়া আলাইকুম আসসালাম।