আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 965

লেনদেন

প্রকাশকাল: 20 সেপ্টে. 2008

প্রশ্ন

আসসালাম ওয়া আলাইকুম ওয়া রহ-মাতুল্লাহ, সাদাকা হচ্ছে নিজের (নিজের অধিনস্থদের) জানের জন্য নিজের মাল থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা, তাই নয় কি? তাহলে কি আমার মা আমার টাকায় আমার বিবাহিত বোনের জন্য সাদাকা করতে পারবেন যদিও আমার আয়ের প্রতিটা পয়সায় আমার পিতা-মাতার সম্পূর্ণ হক আছে। আমার বোন যেহেতু বিবাহিত তাহলে সে যার জিম্মাদারিতে আছে (যেমন তার স্বামী, ছেলে) তাদের মাল থেকে তার জানের সাদাকা দেয়া যাবে? আমি হয়তো স্পষ্ট করে বুঝাতে পারি নাই, আমাকে ক্ষমা করবেন। টাকা বড় কথা নয় সাহিহ তারিকা জানতে চাওয়া মুল বিষয়। দয়া করে জানায়ে বাধিত করবেন। জাযাকাল্লাহ খইর, ওয়া আলাইকুম আসসালাম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, আপনি যে সদাকার বিষয়ে প্রশ্ন করেছেন সেটা ঈদুল ফিতরের শেষে সদকাতুল ফিতরের বিষয়ে বলা হয়েছে। অধিনস্ত বলতে নিজের না বালেগ ছেলে-মেয়ে এবং দাস-দাসী উদ্দেশ্য। বোন বা অন্যান্য আত্নীয়রা নয়। এমনকি নিজের স্ত্রীর এবং বালেগ ছেলে মেয়ের পক্ষ থেকেও এই সদকা দেয়া ওয়াজিব নয়। এই সদকা ওয়াজিব। এর বাইরে আপনি যে কোন নফল সদকা যে কারো জন্য করতে পারেন কোন সমস্যা নেই।