আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 962

রোজা

প্রকাশকাল: 17 সেপ্টে. 2008

প্রশ্ন

আজ আরবি মাস অর্থাৎ জিলহজ মাসের কতো তারিখঃ. …?
জিলহজ মাসের ৯ তারিখ যে নফল রোযা আছে…সেটা কি হজ্জের আগের দিন হিসেব করে করতে হবে না কি আমাদের দেশে জিলহজ মাসের যে দিন ৯ তারিখ হবে সে দিন করতে হবে….কারণ সৌদি আরবে যে দিন ৯ তারিখ আমাদের সে দিন ৮ তারিখ…?
উত্তর টা জরুরি ভিত্তিতে দিবেন বলে আশা রাখি…..আল্লাহ আপনাকে ভালো রাখুন, আমিন

উত্তর

অধিকাংশ আলেমের নিকট স্থানীয় তারিখ অনুযায়ী ৯ জিলহজ্জ রোজা রাখবে। তবে কেউ কেউ বলেছেন, হাজীরা যেদিন আরাফায় থাকবে সেদিন রোজা রাখবে। স্থানীয় তারিখ যাই হোক না কেন। বিস্তারিত জানতে এই ঠিকানায় স্যার রহ. এর এই ভিডিওটি দেখুন। https://www.youtube.com/watch?v=TSzs9OH962M শিরোনাম: ইয়াওমুল আরাফার রোজা কি আরবদেশের সাথে মিলিয়ে রাখবো? অথবা আমাদের দেয়া 0161নং প্রশ্নের উত্তর দেখুন। আজ (আমি যেদির উত্তর দিচ্ছি), রবিবার, জিলহজ্জ মাসের ৮তারিখ।