আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 957

অর্থনৈতিক

প্রকাশকাল: 12 সেপ্টে. 2008

প্রশ্ন

আসসালামু আলায়কুম, আমি জানতে চা্ই যে, যখন বাড়ীতে সালাত আদায় করবো তখন আযান দিয়ে সুন্নাত নামায আদায় করলাম তারপর ইকামাত দিয়ে ফরয সালাত আদায় করলাম, এটা সঠিক নিয়ম হলো? আর যেসব নামায নিঃশব্দে পড়া হয় সেই সব নামাযে নিয়াত করার পরে আল্লাহু আকবার বলার সময় রুকুতে যাবার সময় রুকু থেকে উঠার সময় দুয়া আর নামাজের বাকি সময়ে ইমাম সাহেব যেমন বলেন সেই রকম করবো নাকি চুপ থকিবো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ফরজ নামায সমসজিদে গিয়ে পড়বেন। বিনা-কারণে বাড়িতে ফরজ নামায পড়া ঠিক নয়। বাড়িতে পড়লে আপনি যা লিখেছেন সেই নিয়মে পড়া ঠিক আছে। আর্ একা একা নামায পড়লে ফজর, মাগরিব ও ইশার সালাতে সূরা স্বশব্দে পড়বেন, জোহর ও আসরের নামাযে নি:শব্দে পড়বেন যেভাবে ইমাম সাহেব মসজিদে পড়েন। একা একা নামায পড়লে সূরা না পড়ে চুপ করে থাকলে নামায হবে না। আমি দু:খিত যে, আপনাকে মোবাইল নাম্বারটা দিতে ভুলে গিয়েছিলাম। মোবাইল নাম্বারটা হলো, 01961651547