আসসালামু আলায়কুম, আমি জানতে চা্ই যে, যখন বাড়ীতে সালাত আদায় করবো তখন আযান দিয়ে সুন্নাত নামায আদায় করলাম তারপর ইকামাত দিয়ে ফরয সালাত আদায় করলাম, এটা সঠিক নিয়ম হলো? আর যেসব নামায নিঃশব্দে পড়া হয় সেই সব নামাযে নিয়াত করার পরে আল্লাহু আকবার বলার সময় রুকুতে যাবার সময় রুকু থেকে উঠার সময় দুয়া আর নামাজের বাকি সময়ে ইমাম সাহেব যেমন বলেন সেই রকম করবো নাকি চুপ থকিবো।