আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 949

অর্থনৈতিক

প্রকাশকাল: 4 সেপ্টে. 2008

প্রশ্ন

আমার এক বন্ধু, সে ও তার স্ত্রী কোন এক কারনে পারিবারিক ভাবে ৩/৪ বছর আগে বিবাহবিচ্ছেদ (তালাক)করে। এখন তারা নিজেদের ভুলগুলো বুঝতে পেরে আবার তারা নতুন করে বিয়ে করতে চাচ্ছে। এখন কি তারা নতুন করে বিয়ে করতে পারবে। ইসলামের বিধানে এখন তাদের করনিয় কি?
সুরা বাকারার ২২৮-২৪০ আয়াতের ব্যাখ্যা কি এই বিয়ের অনুমতি দেয়?

উত্তর

উল্লিখিত নারীরা ছাড়া অন্যদেরকে তোমাদের জন্য বৈধ করা হয়েছে, যে স্বীয় সম্পদ দ্বারা প্রয়াসী হবে তাদের সাথে বিবাহবন্ধনে, ব্যভিচারে নয়। অতএব তাদের নিকট থেকে তোমরা যে আনন্দ উপভোগ করেছ (সে কারণে) তাদের ধার্যকৃত মোহর তাদেরকে প্রদান করবে। আর মোহর নির্ধারিত থাকার পরও কোনো বিষয়ে পরস্পর সম্মত হলে তাতে তোমাদের কোনো অপরাধ হবে না। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। -সূরা নিসা : ২৪