আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 945

অর্থনৈতিক

প্রকাশকাল: 31 আগস্ট 2008

প্রশ্ন

আস সালামু আলাইকুম
প্রশ্ন: আমি আমার ভাইকে ৪ লক্ষ টাকা ধার দিয়েছি। তিন/চার বছরের আগে সে তা পরিশোধ করতে পারবেনা। এমতাবস্থায় আগামী রমজানে আমার যাকাত হিসাবের সময় ধার দেয়া টাকা গণ্য করব কী?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। যেটাকা পাবেন বলে আপনি নিশ্চিত সে টাকার যাকাত দেওয়া আবশ্যক। প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনি রমযানে যখন যাকাতের হিসাব করবেন, তখন ধার দেওয়া টাকাসহ হিসাব করেই যাকাত দিতে হবে।