আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 943

লেনদেন

প্রকাশকাল: 29 আগস্ট 2008

প্রশ্ন

আসসালাম ওয়া আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, ১। ইসলামিক দৃষ্টিতে দিন-মোহর কি? ২। দিন-মোহর কেন দিতে হয়? ৩। দিন-মোহর কি দিতেই হবে নাকি স্ত্রী মাফ করে দিলে দেয়া লাগবে না বা দিন-মোহর যদি ১,০০,০০০ টাকা থাকে তাহলে কি ১০,০০০ টাকা দিয়ে বাকিটা মাফ করানো যায়? দিন-মোহর সম্বন্ধে আরো কিছু তথ্য দিয়ে উপকৃত করবেন। প্রশ্নের উত্তরগুলো কুর’আন এবং হাদিসের আলোকে জানতে চাই। প্রশ্ন বেশি হয়ে গেলে মাফ করবেন। জাযাকাল্লাহ খইর

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইসলামের দৃষ্টিতে দেন মোহর ফরজ। ইসলামের যে বিধানগুলো স্বয়ং আল্লাহ তাআলা বারবার বিভিন্ন আয়াতে বয়ান করেছেন ঐসব বিধানের অন্যতম হচ্ছে নারীর মোহর। কত প্রসঙ্গে কতভাবে যে আহকামুল হাকিমীন আল্লাহ এই বিধানটি বয়ান করেছেন! বিবাহ-বন্ধনের প্রসঙ্গে, বিবাহ-বিচ্ছেদের প্রসেঙ্গ, ঈমানদার ব্যক্তি ও সমাজের বৈশিষ্ট্য প্রসঙ্গে, জাহেলী-সমাজের বর্বরতা রোধ প্রসঙ্গে মোটকথা অনেকভাবে অনেক জায়গায় মোহরের বিধান বর্ণনা করেছেন। তাই কুরআন মজীদে যেমন আছে এর আইন ও বিধানগত দিক তেমনি আছে নৈতিক ও মানবিক দিক, যা মুমিনের চিন্তা ও মস্তিষ্কের পাশাপাশি আলোড়িত করে তার কলব ও হৃদয়কেও। এই সকল কিছুর সাথে মুমিন নর-নারীকে স্মরণ করানো হয়েছে আল্লাহর আদালত ও বিচার-দিবসের অমোঘ সত্যের কথা। কুরআনে আল্লাহ তায়ালা বলেছেন,