আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 935

অর্থনৈতিক

প্রকাশকাল: 21 আগস্ট 2008

প্রশ্ন

বে-নামাজির সাথে কোরবান দেওয়া যায়েজ কিনা? সমাজে অনেকে ছেলে-মেয়ের নামে কোরাবান দেয়। মা-বাবা নামাজ পড়লেও ছেলে-মেয়ে নামাজ পড়ে না। এই ক্ষেত্রে বে-নামাজি ছেলে-মেয়ের নামে এক সাথে কোরবান হবে কিনা?

উত্তর

কুরবানী দিতে হয় আল্লাহর নামে, ব্যক্তির পক্ষ থেকে। নামায না পড়া বিরাট গুনাহ, তবে বে-নামাযী কুরবানী দিলে তা সীহহ হবে না বা বে-নামাযীর পক্ষ থেকে কেউ কুরবানী দিলে হবে না বিষয়টি এরকম নয়। আশা করি বুঝতে পেরেছেন।