আসসালামু আলাইকুম, ১. একটি হাদিস এমন শুনেছি, সফর এর সময় নিজের এরিয়া থাকা কালীন নামাজের সময় হলে নামাজ কসর না করে সম্পূর্ণ নামাজ আদায় করতে হয়। নিজের এরিয়া ছেড়ে গেলে এরপর নামাজ কসর করতে হয়। (হাদিসের রেফারেন্স টা আমার জানা নেই)। আমি ঢাকার মিরপুর এ বসবাস করি। আমি বাড়িতে যাওয়ার সময় মিরপুর থেকে সায়দাবাদ গিয়ে আমার ফেনী জেলার গাড়ীতে উঠি। আপনার কাছে প্রশ্ন হল আমি কসর কোথায় থেকে শুরু করব, সায়দাবাদ এর পর থেকে নাকি মিরপুর এরিয়া ছেড়ে যাওয়ার পর থেকে?
তেমনি ভাবে আমার বাড়ী ফেনী জেলা থেকে আরো ১৫ কি.মি. পরে। তাহলে আমি ফেনীতে নেমে কসর করব নাকি ফেনীতে চলে গেলে আর কসর করা লাগবে না পূর্ণ নামাজ পরতে হবে। ২. আরেকটি প্রশ্ন হল এশার নামাজ আমার সফরের সময় কসর হয়েছিল। অর্থাৎ সফরের সময় পরলে কসর পরা লাগতো। কিন্তু তখন না পরে বাড়িতে চলে গেলে, বাড়িতে গিয়ে কি সেই এশার নামাজ কসর করব নাকি পূর্ণ নামাজ পড়ব? আশা করি আমার প্রশ্ন দুটি বুজতে পেরেছেন। আপনাদের কাছ থেকে এর সঠিক উত্তর আশা করতেছি। জাজাকাল্লাহু খাইর।