আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 924

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 10 আগস্ট 2008

প্রশ্ন

আচ্ছালামু আলাইকুম,আমার প্রশ্ন হলো,আমি দাড়ি সুন্দর করার জন্য মুখের সাইডের দুই পাশে একটু সাইজ করতে পারবো কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। দাঁড়ি সাইজ করতে তো নিষেধ করা হয়নি। নিষেধ হলো একমুষ্টির নিচে কাটা। আপনি একমুষ্টি পরিমান রেখে সাইজ করতে পারেন। দাঁড়ি সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. রচিত পোশাক, পরিচ্ছেদ ও দেহসজ্জা বই টি।