আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 920

প্রকাশকাল: 6 আগস্ট 2008

প্রশ্ন

স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত এই বিষয়ে হাদিসটি কতুটুকু সঠিক? আর এই বিষয় সম্পর্কিত কোন হাদিস আছে কিনা?

উত্তর

এটি হাদীস নয় । স্ত্রীর প্রতি স্বামীর হক বা স্বামীর আনুগত্য বিষয়ে অনেকে উপরের কথাকে হাদীস হিসেবে পেশ করে থাকে। যার আরবী হল, <span dir= "RTL" “>الجنة تحت أقدام الأزواج</span> । কিন্তু এ শব্দ-বাক্যে কোনো হাদীস পাওয়া যায় না। সুতরাং এটিকে হাদীস হিসেবে বলা যাবে না। তবে কিছু বর্ণনায় এর মর্মার্থ পাওয়া যায়। মুআত্তা মালেক”