আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 919

বিবাহ-তালাক

প্রকাশকাল: 5 আগস্ট 2008

প্রশ্ন

৮৯২ নাম্বার প্রশ্নের জবাবের জন্য ধন্যবাদ । আমি অত্যন্ত সংকটময় সময় পার করছি । আমার বাসায় মা-বাবার সাথে আমার স্ত্রীর সম্পর্কের আরও অবনতি হয়েছে । আমার কাছে মনে হচ্ছে আমার স্ত্রীকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, সে অত্যন্ত মুখরা, বদমেজাজি ও অহঙ্কারি যা বিবাহের পূর্বে আমার জানা ছিল না । আমার মা-বাবার ইচ্ছা আমি হয় তাকে পরিত্যাগ করি আর না হয় তাদের থেকে আলাদা হয়ে যাই । এই কঠিন পরিস্থিতিতে আমি আসসুন্নাহ ট্রাষ্ট এর সম্মানিত ওলামায়ে কেরাম এর নিকট বিশেষ দোয়াপ্রারথী । মাঝে মাঝে সুইসাইড এর চিন্তা মাথায় চলে আসে । এমতাবস্থায় আমার করনীয় কি? আমি চাচ্ছি সে নিজ থেকে আমার কাছে মুক্তি চাক। এমন কোন আমল বা তদবির আছে কি যা করলে সে নিজেই ডিভোর্স চাইবে?

উত্তর

ভাই, আমরা আপনার জন্য দুআ করি, আল্লাহ যেন আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করেন। আপনার কাছে রাহে বেলায়াত বই থাকলে সেখান থেকে বিপদমু্ক্তির কিছু কিছু দুআ পাঠ করুন। যেমন, ১৯, ২০, ২১, ২২, ২৪, ২৫, ২৬, ১৫৭, ১৩৫, ১৮৫ নং জিকিরগুলো। বিবাহ বিচ্ছেদ খুবই বেদনাদায়ক কাজ। সর্বদিক থেকে চেষ্টা করার পর এই নিয়ে ভাবতে হবে। দুই পরিবারের মুরুব্বীরা বসে সমাধানের চেষ্টা করতে পারে। আপনিও একান্ত মূহুর্তে বুঝাতে পারেন। তবে আপনাকে আরো সময় নিয়ে ভাবতে হবে। কোন উপায় যদি বের করা যায় তাহলে বিবাহ টিকিয়ে রাখার তাহলে তাই করতে হবে। এই বিষয়টি নিয়ে পরামর্শের জন্য আপনি নিচের নাম্বারে ফোন করুন। নাম্বারটি আমাদের হাদীস বিভাগের প্রধানের। আশা করি তিনি আপনাকে সঠিক পরামর্শ দিবেন। 01818529415