আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 918

আখিরাত

প্রকাশকাল: 4 আগস্ট 2008

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। হুজুর আমি জান্নাতের স্ত্রী সম্পরকে জানতে চাই। হুজুর আমি একজনকে পছন্দ করি। আমাদের মাঝে সম্পর্ক ছিল না, তেমন যোগাযোগও ছিল না। কিন্তু আমি সর্বদা ওকে বিয়ে করার নিয়ত নিয়েই ছিলাম। সম্পর্ক এ জড়ানোর ইচ্ছাও আমার ছিল না কারন বিবাহবহির্ভূত হারাম সম্পর্ক আমি সমর্থন করি না। আমার স্বপ্ন ছিল আমি ওকে নিয়েই ইহকালে পরকালের জন্য প্রস্তুত হব।

সত্যি বলতে আমি ওকে স্ত্রী হিসেবে সাথে নিয়েই জান্নাতে যাব এমন নিয়ত ছিল। দুর্ভাগ্যজনক ওর বিয়ে আমার সাথে হয়নি, কিন্তু আমি এখনো ওকে নিয়েই জান্নাতে যেতে চাই। আমি একটি হাদিসে পেয়েছি পছন্দের স্বামির সাথে স্ত্রী জান্নাতে যাবে যদি দুজনই জান্নাতে যায়। আরেকটি মতামত পেয়েছি শেষ স্বামির সাথে জান্নাতে যাব। কিন্তু কোথাও পাইনি ইহকালের স্বামি ছাড়া অন্য কারো সাথে জান্নাতে যাবে যদি বিবাহিত এবং দুজনই জান্নাতে যায়।

হুজুর আমি জানতে চাই আমি কি তাহলে ওকে জান্নাতে স্ত্রী হিসাবে পাব না যদি আমি জান্নাতে যাই এবং ওকে জান্নাতে স্ত্রী হিসাবে চাই? বিভিন্নরকম মতামত যা অধিকাংশ ওকে স্ত্রী হিসাবে না পাওয়ার পক্ষে মতামত দেখে আমি সত্যি হতাশ হয়ে পড়েছি কারন বিশ্বাস ছিল জান্নাতে ওকে স্ত্রী হিসাবে পাব। হুজুরের কাছে আমার জন্য দুয়ার অনুরোধ রইল।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, জান্নাতে আপনি যা চাবেন তাই পাবেন। মানুষের সকল চাহিদা জান্নাতে পূরণ করবেন আল্লাহ তায়ালা। অন্য একজনে স্ত্রীকে নিয়ে এমন ভাবা কোন মূমিনের কাজ হতে পারে না। এভাবে যদি ভাবতে থাকেন তাহলে কখনো পাপে জড়িয়ে পড়তে পারেন। সুতরাং এইসব ভাবনা অবিলম্বে ছেড়ে দিন। কুরআন-সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালিত করুন, আপনার সকল চাওয়া জান্নাতে পূরণ করা হবে।