আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 908

প্রকাশকাল: 25 জুলাই 2008

প্রশ্ন

দাঁড়িয়ে পানি পান করলে গুনাহ হবে কি? হাটতে হাটতে কোন হালকা নাস্তা যেমন ঝাল্মুড়ি, বাদাম ইত্যাদি খাওয়া কি জায়েজ আছে?

উত্তর

হযরত আনাস রা. এবং আবু সাইদ খুদরী রা. থেকে বর্ণিত এই হাদীসটি দেখুন: أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- زَجَرَ عَنِ الشُّرْبِ قَائِمًا নবী সা. দাড়িয়ে পান করার কারণে ধমক দিয়েছেন। সহীহ মুসলিম হাদীস নং ৫৩৯৩. ৫৩৯৬। আবার কিছু কিছু হাদীসে অনুমতির বিষয়টি পাওয়া যায়। নিচের এই হাদীসটি দেখুন: